রাজশাহীতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
রাজশাহী প্রতিনিধি :- মূল্য তালিকা না থাকা ও চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে রাজশাহীতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় মূল্য তালিকা না থাকা ও দোকানে চিনি লুকিয়ে রাখার অভিযোগে দুইটি মুদি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে করা হয়।
অন্যদিকে মূল্য তালিকা ও পণ্যের সঠিক দাম নির্ধারণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের।