খবররাজশাহীলীডস্বাস্থ্য

রাজশাহীতে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু

রাজশাহী প্রতিনিধি :-  রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় ২০ ডিসেম্বর থেকে মোট পাঁচটি কেন্দ্রে একযোগে চলছে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম। চতুর্থ ডোজের প্রথম দিনে বুথ গুলোতে তেমন ভীড় না থাকলেও টিকা নিতে এসেছেন বিভিন্ন বয়সের মানুষ।
এদিকে অন্যান্য ডোজের পাশাপাশি নতুন করে চতুর্থ ডোজের টিকা দান স্বাভাভিক রাখতে মহানগরীর সিটি হাসপতাল, পুলিশ হাসপতালসহ ১১ নম্বর ওয়ার্ডে দুটি ও ১৩ নম্বর ওয়ার্ডে একটি টিকা কেন্দ্র খোলা হয়েছে।
টিকা দিতে আসা পূরবী জানান, আমি এর আগে তিনটা ডোজ টিকা দিয়েছি আজ চতুর্থ ডোজ দিয়ে খুব ভালো লাগছে। প্রথম দিনে এসে চতুর্থ ডোজ দিলাম কারণ আমি করোনায় আক্রন্ত হয়েছি আসলে কষ্টটা আমি বুঝি তাই দেরি না করে আমি আর আমার বোন প্রথম দিনে টিকা নিতে চলে এসেছি।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, প্রায় দুই লাখ মানুষকে চতুর্থ ডোজের আওত্বায় আনা হবে। এছাড়া আগামী ২৬ ডিসেম্বর থেকে মহানগরীর ইসলামী হাসপাতাল ও বারিন্দ মেডিকেলে আরো দুটি বুথ স্থাপনের কথাও জানান তিনি। এছাড়া চতুর্থ ডোজের টিকা নিতে পেরে খুশি সারারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *