রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সকালে ওই প্রতিষ্ঠান চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা.আশরাফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলি ও সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক লোকমান হাকিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম টাইগার ও প্রভাষক আব্দুর রাকিব,বিদায়ী ছাত্রী ওয়াসেক নাহার, মাইশা ফারজানা নওশীন, বর্তমান ছাত্রী তাহমিনা খাতুন,লাইসা জামান প্রমূখ। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়।