খবরচাঁপাইনবাবগঞ্জরাজশাহী

রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শুন্য পদে তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১৬ মার্চ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শুন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ উপনির্বাচনের রিটার্নি অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান গত ২৩ জানুয়ারি জারি করা এক গন-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারী। মনোনয়ন পত্র বাছাই ২০ ফেব্রুয়ারী ও প্রার্থীতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারী। ইভিএম মাধ্যমে ওই দিন ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কাউন্সিলর আবদুল মালেক সম্প্রতি মৃত্যুবরন করায় নির্বাচন কমিশন গত ৪ জানুয়ারি ওয়ার্ডটি শুন্য ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *