রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপানবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোতাওয়াক্কিল রহমান। তিনি জানান, রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের উপনির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন সৈয়দ গোলাম নবী মাসুম (ব্রীজ) ও শাহ আলম (উটপাখি) পেয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফশিল ঘোষণার পর তিনজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এরমধ্যে দুইজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তবে নজরুল ইসলাম নামে একজন জমা দেননি। আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে তিন হাজার ১শ ৪৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার দিবেন ।
উল্লেখ্য, সম্প্রতি ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক মৃত্যু বরণ করায় নির্বাচন কমিশন ওয়ার্ডটি শুণ্য ঘোষণা করেন।