খবরচাঁপাইনবাবগঞ্জরাজশাহী

রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচন: একজনের মনোনয়নপত্র জমা, দুইজনের উত্তোলন 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের উপনির্বাচনে সৈয়দ গোলাম নবী মাসুম মনোনয়নপত্র জমা দিয়েছেন । গতকাল বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলামের কাছে মনোনয়নপত্রটি জমা দেওয়া হয়েছে । এছাড়া আরও দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ওই ওয়ার্ডের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচনে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত একজন মনোনয়ন পত্র জমা ও অন্যজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরআগে গত সোমবার শাহ আলম নামে আরেক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি আরও জানান আগামী ১৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২০ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার এবং ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সম্প্রতি ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক মৃত্যু বরণ করায় নির্বাচন কমিশন ওয়ার্ডটি শুণ্য ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *