অর্থনীতিচাঁপাইনবাবগঞ্জরাজশাহী

রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর প্রায় ১১ লাখ টাকার বকেয়া বেতন পরিশোধ 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০১৮ সালের মার্চ মাসের কর্মকর্তা-কর্মচারীর দশ লাখ পঁচানব্বই হাজার ৮৫৬ টাকার বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। গতকাল রবিবার বেলা এগারোটায় মেয়রের কার্যালয়ে এই বকেয়ার চেক তুলে দেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন, হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন, প্রধান সহকারী শারোয়ার জাহান,লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিতসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
রহনপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে,
২০১৮ সালের মার্চ মাসে পৌরসভার ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়মিত মাসের বেতন দশ লাখ সাতাশ হাজার ৯১৬ টাকা ও চুক্তিভিত্তিক (মাষ্টাররোল) সাতষট্টি হাজার ৯৪০ টাকার চেক তাঁদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া তিনজন কাউন্সিলরের বকেয়া ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *