খবরচাঁপাইনবাবগঞ্জধর্ম

রহনপুর পৌরসভায় ইমামদের নিয়ে মতবিনিময় সভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রহনপুর পৌর ও পাশ্ববর্তী এলাকায় সাহরি ও ইফতারি সময় সূচী নির্ধারনে মসজিদের ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, রহনপুর বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান,রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মসজিদের ইমাম সোলায়মান আলী। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকসহ বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। পরে সভা শেষে সময়সূচী নির্ধারণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *