আইন ও বিচারখবররাজশাহী

মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে ১৩ হাজার টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে দুই দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করেন।
জানা যায়, বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে দুটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করছিল। এমন অভিযোগে খাদ্য ভান্ডারের ১০ হাজার টাকা ও উজ্জল ভ্যারাইটিস স্টোরের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় করেন রাজশাহী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে জনসচেতন মূলক লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *