মানবিক রাষ্ট্র বিকাশে সুস্থ ধারার রাজনীতি অপরিহার্য…….আইভি আহমেদ
ন্যাপের দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদ বলেছেন, আজ বিশ্ব জুড়ে অস্থিরতা, আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধের উন্মাদনা। সেই সাথে বাংলাদেশ ও আজ এক জটিল আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করছে। এমতাবস্থায় একটি সুস্থ ধারার রাজনীতি অপরিহার্য, আর সেজন্যই দরকার শক্তিশালী, সৎ, আদর্শভিত্তিক বাম রাজনৈতিক দলের। তিনি আরো বলেন, বাম রাজনীতির পুরোধা “ধর্ম কর্ম গণতন্ত্রের নিশ্চয়তা সহ সমাজতন্ত্র” এই দর্শনের উদ্ভাবক, মহান নেতা অধ্যাপক মোজাফফর আহমদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে বামপন্থী নেতৃবৃন্দ আজ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) তে যোগদান করেছেন তাঁদের জন্য রইল অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। আশা করবো উনাদের এই আগমন দলকে শক্তিশালী করবে এবং নেতার আদর্শ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমে অগ্রণীর ভূমিকা পালন করবে।
বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সিপিবি নেতা খোদাদাদ আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এ যোগদান করেন, শামসুল ইসলাম বাবলা- ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ও সাবেক জেলা শিক্ষক অফিসার, কামরুল হাসান (ছোট কামরুল) সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, শরিফুল ইসলাম মিটুল খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ও প্রাইমারি স্কুলের সাবেক হেডমাস্টার, সুপ্রিম কোর্টের আইনজীবি এড. হারুনুর রশিদ ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, নির্মল ঘোষ সাবেক যুব ইউনিয়ন নেতা, মাহফুজ আলী টুকুট সাবেক ছাত্র ইউনিয়ন নেতা।
আজ বিকেল ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ন্যাপে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইভি আহমেদ এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব এবং যোগদানকারী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেয়া হয়। যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে জনাব খোদাদাদ আহমেদ, শামসুল ইসলাম বাবলা, কামরুল হাসান, শরিফুল ইসলাম মিটুল, এ্যাড: হারুনর রশীদ, নির্মল ঘোষ, মাহফুজ আলী টুকুট। উপস্থিত ছিলেন ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাড. আবদুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আবদুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ সারথি চক্রবর্তী, কৃষি বিষয়ক সম্পাদক অনীল চক্রবর্তী, প্রচার সম্পাদক ইলিয়াস আহমেদ বিপ্লব, সদস্য শাহনাজ ইসলাম, কৃষক সমিতির সাধারণ সম্পাদক তারিক লিটন প্রমুখ নেতৃবৃন্দ।