খবররাজশাহী

মহিদুল হক রাজশাহী সদর দলিল লেখক সমিতির আজীবন সভাপতি মনোনিত 

আবুল কালাম আজাদ (রাজশাহী) :- রাজশাহী সদর দলিল লেখক সমিতির হল রুমে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত সভায় বার্ষিক আয়-ব্যায়ের হিসাব প্রদান করা হলে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়। এছাড়াও সমিতির উন্নয়নে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নিমাই কুমার ভকতকে প্রধান নির্বাচন কমিশনার ও আব্দুর রকিব বুলবুলকে যুগ্ম নির্বাচন কমিশনার করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়।
পরবর্তিতে সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব মহিদুল হককে রাজশাহী সদর দলিল লেখক সমিতির আজীবন সভাপতি মনোনিত করা হয়েছে। একই সঙ্গে অপর ১০টি পদে আগামী ২ মার্চ ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ মলার, হুমায়ুন আক্তার মাবুল, সিরাজ উদ্দিন বাবু, মোস্তাফিজুর রহমান বাবলু, আতিকুল ইসলাম তপন, শামিম হাসান, বাবুল সরকার, সেলিম উদ্দিন, দুলাল হোসেন, হাফিজুর রহমান সাগর, সাদিয়া রহমান ভুটান, আল মামুন, আব্দুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *