আন্তর্জাতিকখবরলীড

ভারতে ট্রেনের ত্রি-মূখী সংঘর্ষ মৃতের সংখ্যা ৩ শতাধিক, আহত সাড়ে ৯ শত দূর্ঘটনা কবলিত ট্রেনে বেশিরভাগ বাংলাদেশী যাত্রী চিকিৎসার জন্য যাতায়াত করেন

ভারতে ট্রেনের ত্রি-মূখী সংঘর্ষ মৃতের সংখ্যা ৩ শতাধিক হলেও  তা বেড়ে ৪ শতাধিকে পৌছেছে। এদিকে আহত হয়েছেন প্রায় সাড়ে ৯ শতাধিক মানুষ।
তবে আহত ও নিহতের সংখা আরো বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছেন।। ১৩০ কিমি প্রতি ঘণ্টা স্পিডে গিয়ে মালগাড়ির পিছনে আঘাত হানে  করমণ্ডল এক্সপ্রেস এতে ১৮ টি বগি লাইনচ্যুত হয়, এবং ৩/৪ টি বগি অন্য লাইনের উপরে গিয়ে আছড়ে পড়ে! ঠিক তখনই বিপরীত দিক থেকে ১১০ কিলো স্পিডে ছুটে আসা আরেকটি ট্রেনের সাথে ওই লাইনচ্যুত বগিগুলো সংঘর্ষ হয়।  এই করমন্ডল এক্সপ্রেস ট্রেনে বেশিরভাগ বাংলাদেশী মানুষ চিকিৎসার জন্য চেন্নাই যাতায়াত করে থাকেন।
বাংলাদেশের কোন যাত্রী এই ট্রেনে থাকলে নিচের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন হেল্পলাইন নম্বর +919038353533 বাংলাদেশে।
(033) 26382217
8970273925
9332392339 (বাপুরা
9903370746 শামির
8249591550 (বালেশ্বর)
7978-410322 (বালেশ্বরা
6782262206 (বালেশ্বর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *