বিরতিহীন বনলতা ট্রেনের বেহাল দশা
আবুল কালাম আজাদ (রাজশাহী);- বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকা রুটি চালুর সময় তাতে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি সংযোজন করা হয়েছিল। কিন্তু এর তিন মাস পর বনলতার নতুন বগিগুলো পাঠানো হয় পঞ্চগড় এক্সপ্রেসের জন্য।
আর পুরোনো মেয়াদাতীর্ন নড়বড়ে রিপিশারিং ও রং করা বগি সংযোজন করা হয় বনলতা এক্সপ্রেস ট্রেনে।যা এখনও চলাচল করছে। এর ফলে প্রায়ই ট্রেনটি চলাচলে সমস্যা হচ্ছে।
পথিমধ্যে কখনো ইঞ্জিন বিকল তো কখনো চাকা ভেঙে যাওয়া,বগি লাইন চ্যুতোর মতো গুরুতর ঘটনা ঘটছে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় সিডিউল বিপর্যয়ে কবলে সবসময় ট্রেনটি।
রেলওয়ে পশ্চিম অঞ্চলে সাথে ঢাকা রূটে চলাচল কারি একমাত্র বিরতিহীন ট্রেনটির বেহাল দশার কারনে উচ্চ মূল্য টিকিট ক্রয় করেও কাঙ্খিত সেবা থেকে বাঞ্ছিত হচ্ছে যাত্রীরা।
ট্রেনটিতে ভ্রমন কারি যাত্রী সাধারণ এর সমস্যা সমাধানে বিরতিহীন বনলতা ট্রেনে নতুন বগিগুলো পুনরায় সংযোজনের জন্য সংশ্লেষণের নিকট দাবি জানিয়েছেন।