খবরচাঁপাইনবাবগঞ্জরাজশাহী

বিজয়ী সংসদ সদস্য জিয়াকে সংবর্ধনা দিলেন উপজেলা প্রেসক্লাব

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  ১ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান বিজয়ী হওয়ার তাঁকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রেসক্লাব। রবিবার রাতে বেগম কাচারীস্থ ওই সংসদের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত আতিকুল ইসলাম আজম (ইত্তেফাক), আসাদুল্লাহ আহমদ (খোলা কাগজ), শফিকুল ইসলাম (বাংলাদেশ বুলেটিন), আল-মামুন বিশ্বাস (আজকের পত্রিকা), ইয়াহিয়া খান রুবেল (সংবাদ), দেলোয়ার হোসেন রনি (ভোরের ডাক), নুরুজ্জামান (সমাচার), শহীদুল ইসলাম (আমার সংবাদ), ইমরান আলী (যায়যায়দিন), এমরান আলী বাবু (ডেল্টা টাইমস), আজিজুল হক (ভোলাহাট সংবাদ), শাহরিয়া শাহাদাৎ (রূপসী বাংলা টিভি), জাকির হোসেন সনি (আমাদের রাজশাহী)। ফুলেল শুভেচ্ছা দেওয়ার সময় নবনির্বাচিত সংসদ সদস্য জিয়াউর রহমান সাংবাদিকদের পাশে থাকবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *