বাঘা পৌর বিএনপির নেতা গ্রেপ্তার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা পৌর বিএনপিরস সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশৃঙ্খলা ভঙ্গ আইনে মামলা দিয়ে সোমবার (১৬জানুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় বাঘা মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল লতিফ উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত সায়দার রহমানের ছেলে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আবদুল লতিফ বাঘা মাজার এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।