বাঘা পৌরসভা নির্বাচন ২৯ ডিসেম্বর-২০২২ মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী আক্কাছ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্রহী প্রার্থী আক্কাছ আলী।
তিনিও আওয়ামীলীগের মনোয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়েও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তিনি।তবে আক্কাছ আলী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। তিনি রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য। আক্কাছ আলী জগ মার্কা, বাঘা পৌরসভার প্রতিটা ওয়ার্ডের মানুষ আমেকে নির্বাচন করতে বলেছেন।
জনগন আমাকে তাদের মূলবান ভোট দিতে চায়, এ কারণে আমি নির্বাচন থেকে সরে যাইনি। জনগণকে সঙ্গে নিয়ে আমি নির্বাচন করব। নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টুর বিপক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছেন আক্কাছ আলী। আপর দিকে বিএনপি ভোটে না গেলেও বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন কম্পিউটার মার্কা, বাঘা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম নারিকেল গাছ মার্কা, স্বতন্ত্র প্রার্থী ইসলাফিল বিশ^াস মোবাইল ফোন মার্কা নিয়ে মেয়র পদে ভোট করেছেন ##।