বাঘা পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তে উত্তাপ
মোঃ লালন উদ্দীন,বাঘা রাজশাহী : নির্বাচনের শেষ মুহূর্তের উত্তাপে রাজশাহীর বাঘা পৌরসভার প্রার্থী-সমর্থকদের মিছিলে মুখরিত পুরো বাঘা শহরে। আবার ভোটাররা করছেন শেষ হিসাব-নিকাশ। নির্বাচনে দেখেশুনে যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন তারা। ভোটাররা বলছেন, নিরাপদে ভোট কেন্দ্রে এসে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে চান তারা।
বাঘা পৌরসভা নির্বাচনের আর কয়েক ঘণ্টা বাকি। শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনের মাঠ। অন্যদিকে ইভিএম মেশিন নিরাপদে নেওয়া হচ্ছে। প্রস্তত করা হয়েছে সব গুলো কেন্দ্র।
ভোটাররা বলছেন, নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলোতে সংঘর্ষ আর মারামারি হয সে কারণে তারা ভোট দিতে আসতে পারেন না। তাদের দাবি, নিরাপদে ভোট দিয়ে বাড়িতে ফিরতে চান তারা।
আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত প্রার্থী আক্কাছ আলী বলেন, জগ মার্কার গণজোযার শুর হয়েছে। ২৯ তারিখে ভোটে বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি।
আওয়ামী লীগের প্রার্থী শাহিনুর রহমান পিন্টু জানান, ২৯ তারিখের অপেক্ষায় বাঘা পৌরবাসী। উন্নয়নের সঙ্গে চলতে নৌকা মার্কায় ভোট দেবেন তারা। বিপুল ভোটে জয়লাভ করার কথাও জানান তিনি।
শেষ প্রচারণা বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর শাহিনুর রহমান পিন্টুর বাঘা পৌরসভার নির্বাচনী আহবায়ক বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল,যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, সাংগাঠনিক সম্পাদক আলফোর রহমান, সদস্য রোকুনুজ্জামান রিন্টু,রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ,বাঘা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, আওয়ামীলীগ নেতা নছিম উদ্দীন, মাসুদ রানা তিলু, প্রমুখ।
বিএনপি দলীয় ভাবে নির্বাচনে না করায় বাঘা পৌর বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী হয়ে কামাল হোসেন (কম্পিউটার), বাঘা পৌর জামায়তের আমির স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম (নারিকেল গাছ), ও ডেকোরেটর ব্যাবসায়ী স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ^াস (মোবাইল ফোন)।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে পৌরসভা নির্বাচনে। নির্বাচন এলাকা ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান, বাঘা পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে থাকছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য। তিনি আরো জানান, ১১টি কেন্দ্রের মধ্যে অধিক গুরত্বপূর্ণ ১১ টি কেন্দ্র।
বাঘা পৌরসভা নির্বাচন আগামী বৃহস্পতিবার। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচনের সহিংসতা ঠেকাতে নিয়োগ করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল আলম জানান, মেয়র পদে ৫জন, সংরক্ষিত মহিলা ১৩ প্রার্থী ও সাধারণ ৩৬ প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বাঘা পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬ শত ৫৯ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮ শত ১২ ও মহিলা ভোটার ১৫ হাজার ৮ শত ৫৭ ভোটার আগামী ২৯ ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার ভোট হবে ইভিএম পদ্বতিতে।