বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলারের শপথ গ্রহণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী ও কাউন্সিলার শপথ গ্রহণ করেন। সোমবার (৩০ জানুয়ারী) সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তারা এই শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগের পরিচালক ও যুগ্মসচিব এনামুল হক।
নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, সবার সহযোগিতা নিয়ে পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তর করব। পৌরসভার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে। উল্লখ্য,২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আক্কাছ আলী মেয়র নির্বাচিত হন। ##
নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, সবার সহযোগিতা নিয়ে পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তর করব। পৌরসভার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে। উল্লখ্য,২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আক্কাছ আলী মেয়র নির্বাচিত হন। ##