বাঘা থানার শ্রেষ্ঠ ওসি হিসেবে খায়রুল ইসলামের সন্মাননা স্মারক গ্রহণ
বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দায়িত্বের প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ হলেন। বুধবার (১২ এপ্রিল) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। এ শ্রেষ্ঠত্বের সেরা সন্মাননা স্মারক ওসির হাতে তুলেদেন জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপি এম (বার)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৮ মার্চ বাঘা থানায় পদোন্নতিহয়ে প্রথম ওসি হিসাবে যোগদান করেন খায়রুল ইসলাম। তিনি এর আগে বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদানের পরে ফ্রেব্রুয়ারি মাসে রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তিনি শ্রেষ্ঠত্বের পুরুষ্কার গ্রহণ করেন।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন,‘পুলিশ জনগণের সেবক’ নিজেকে জনগণের সেবক হিসেবে কাজকরতে চাই। পুলিশ বাহিনীর চাকুরীতে আমি গর্বিত। ওসি‘র অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টাকরছি। এতে পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যারের প্রতি কৃতজ্ঞতা জনাচ্ছি।