বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান
আদালত। সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলার আড়ানী বাজারে তিনটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা
মিষ্টিন্ন ভান্ডারে বিক্রয় নিষিদ্ধ মিষ্টি মজুত রাখার কারণে এসব জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের এর পরিচালক
রাজশাহী জেলা আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলীর নেতৃত্বে বাঘা প্রশানের সহযোগিতায় এই ভাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সোমবার সকাল সাড়ে ১১ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষন এর সহ-কারী পরিচালক মাসুম আলী ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় অপরিস্কার ও মেয়াদের তারিখ না থাকায় আড়ানী পৌর বাজারে পাল মিষ্টান্ন ভান্ডার ৬ হাজার টাকা, বৃষ্টি মিষ্টান্ন ভান্ডার ২ হাজার টাকা ও দিলিপ ফল ভান্ডার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভাম্যমাণ আদালতে নিযুক্ত আব্দুল হান্নান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদ- প্রদান করা হয়।