খবররাজশাহী

বাঘার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলীকে সংবর্ধনা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত স্বতন্ত্র প্রাথী আক্কাছ আলীসহ সকল কাউন্সিলরকে বাঘা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দর পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় বাঘা পৌরসভার মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাঘা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে বাঘা পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিভিল নাজমুল আলমের সভাপতিত্বে ও বাঘা পৌরসভার হিসাবরক্ষক হাসান আলীর পরিচালনায় সংবর্ধনার প্রধান অতিথি ছিলেন বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী।
আক্কাছ আলী এবার সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত দলের শক্তিশালী তিন প্রাথীকে হারিয়েছেন।
সংবর্ধনায় মেয়র আক্কাছ আলী বলেন, শান্তি-উন্নয়ন আর সহাবস্থানের লক্ষে দলমত নির্বিশেষে মানুষের ঐক্যের জয় হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে মুসলমান-হিন্দু সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত আরো মজবুত হয়েছে। তিনি বাঘা পৌর শহরকে একটি আধুনিক পর্যটনমুখী উন্নয়ন কর্মকা-ের মডেল ওয়ান পৌরসভার ও সেবামুলক পৌরসভা হিসাবে গড়ে তোলার ঘোষাণা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস আলী সরকার, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, নবনির্বাচিত কাউন্সিলর সাবিনা বেগম,মনোয়ারা বেগম, কামাল হোসেন,মাজেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস সরকার, মমিনুল ইসলাম, আবু জাহিদ প্রমুখ।
সভায় সংবর্ধনার জবাবে মেয়র আক্কাছ আরী বলেন আমাকে হারাতে সাধারণ ভোটারদের প্রতারিত করার জন্য ক্ষমতাসীন দলের প্রার্থীর সঙ্গে আঁতাত করেছেন। কিন্তু বাঘা পৌরবাসী ঐকবদ্ধ হয়ে সব ষড়যন্ত রুখে দিয়েছেন। ২৯ ডিসেম্বর পৌর মেয়র নির্বাচিত হবার পর থেকে বাঘা পৌর শহরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেয়র আক্কাছ আলীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় পরিয়ে এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। নবনির্বাচিত পৌর মেয়র আক্কাছ আলী সংবর্ধনা-উত্তর অনুভূতির প্রকাশে প্রথমেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমি মেয়র হিসেবে সৎ এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *