বাঘার চরাঞ্চলে বসুন্ধারা শুভসংঘ স্কুল উদ্বোধন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় চরাঞ্চলে চকরাজাপুর ইউনিয়নে দাদপুর গ্রামে বসুন্ধারা স্কুল উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০জুলাই) দুপুরে ফিতা কেটে স্কুলটি উদ্বোধন করেন বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা ও বসুন্ধারা শুভ সংঘ বাঘা উপজেলার শাখার উপদেষ্টা শফিউল্লাহ সুলতান জনি।
উদ্বোধনী অনুষ্ঠানে গড়গড়ি ও চকরাজাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্ত্য দেন বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা ও বসুন্ধারা শুভ সংঘ বাঘা উপজেলার উপদেষ্টা শফিউল্লাহ সুলতান জনি। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কালের কন্ঠর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম,চকরাজাপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান, সমাজ সেবক এ.কে.এম বাহদুর, গ্রাম প্রধান কামাল হোসেন, আনোয়ার মন্ডল,খোকন শিকদার,দাদপুর বসুন্ধরা শুভ সংঘ স্কুল শিক্ষকা নিপা খাতুন। উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ বাঘা প্রতিনিধি লালন উদ্দীন, বসুন্ধারা শুভ সংঘ বাঘা উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল বাশার, বসুন্ধারা শুভসংঘ বাঘা উপজেলা শাখার পক্ষ থেকে বসুন্ধারা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামানকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
বসুন্ধারা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, সারাদেশের বসুন্ধারা শুভ সংঘ ১১টি স্কুল চালু হয়েছে। রাজশাহী জেলার মধ্যে বাঘা উপজেলার চরাঞ্চলে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের দাদপুর গ্রামের বসুন্ধারা শুভ সংঘর ১২ তম স্কুল উদ্ধোধন করা হয়।
শুভসংঘের পৃষ্ঠপোষকতা করেন বসুন্ধার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তাঁর পৃষ্ঠপোষকতায় বাংলাদেরশর প্রত্যন্ত অঞ্চলে এমন একটি করে স্কুল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
চরাঞ্চলের মানুষ সহযোগিতা করলে দাদপুর গ্রামে বসুন্ধারা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্কুলভবনের জন্য দুই বিঘা জমি কিনে দিবেন। স্কুলের জন্য ১০টি কক্ষ তৈরি, একটি পাঠাগার প্রতিষ্ঠা ও কম্পিউটার প্রশিক্ষন ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন,বসুন্ধারা শুভ সংঘ স্কুলের শিক্ষার্থীরা যত দুর পড়তে চায়, তত দুর পর্যন্ত তাদের বৃত্তি দেওয়া হবে। অভাবে পড়ে কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই বসুন্ধারা গ্রুপের উদ্দেশ্য। সে কারণে এই উদ্যোগ নেওয়াা হয়েছে। বসুন্ধারা শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের কোননো বেতন দিতে হবে না। বরং তাদের বিনা মূল্যো বই,ব্যাগ,খাতা, কলম,স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হবে। এখান থেকে হাইস্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে গরিব মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হবে মাসিক বৃত্তি। শিক্ষকদেরও বেতনসহ স্কুলের সব খরচ বহন করবে বসুন্ধারা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।