অর্থনীতিখবররাজশাহী

বাঘার আড়ানী পৌর সভায় ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর সভায় উন্নয়ন অব্যহত রয়েছে। বর্তমানে পৌর এলাকায় ২ কোটি ১৩ লক্ষ টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান । এর মধ্যে বুধবার(১২ জুলাই) ৫২ লক্ষ ১৯ হাজার টাকা ব্যায়ে একটি গুরুত্বপূর্ন রাস্তার শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মুক্তার আলী।

আড়ানী পৌর সভার অফিস থেকে জানা যায়, কোভিড-১৯ প্রকল্পের অন্তর্ভুক্ত আড়ানী পৌরসভার আওতাধীন রুস্তমপুর অভিমুখী রাস্তা হতে ১০ শয্যা বিশিষ্ট “হাজী ভোলাই উদ্দীন মা ও শিশু হাসপাতাল” এর পাশ দিয়ে রুস্তমপুর পশু হাট পর্যন্ত বাইপাস রাস্তার আর.সি.সি রোডের শুভ উদ্বোধন করেন আড়ানী পৌর সভার মেয়র মুক্তার আলী । এ সময় তাঁর সঙ্গে ছিলেন আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ও সকল ওয়ার্ডের কাউন্সিলরসহ অত্র এলাকার সুশীল সমাজের ব্যাক্তি বর্গ।

আড়ানী পৌর মেয়র মুক্তার আলী জানান, বাঘা উপজেলা প্রকৌশলী(এলজিইডি)এবং বাঘার দুটি পৌর সভা (বাঘা-আড়ানী) এর মাধ্যমে অত্র উপজেলায় গ্রামীন অবকাঠামো খাতের উন্নয়ন দৃশ্যমান। এ চাড়াও স্থানীয় সরকার ও বিদেশী দাদা সংস্থার মাধ্যমেও পৌর এলাকায় অভুত পুর্ব উন্নয়ন হয়েছে। আর এ গুলোর সব কিছুই সম্ভব হয়েছে স্থানীয় সাংসদ ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের একান্ত প্রচেষ্টায় । তিনি মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমানে আড়ানী পৌর এলাকায় একটি রাস্তাও কাঁচা নেই। উন্নয়ন হয়েছে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের । এ ছাড়াও অত্র পৌর সভায় দুটি বিশাল হাট এলাকা সহ শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে রাস্তার পাশ দিয়ে আলোক বাতি পৌর সভাবে উজ্জিবিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *