বাঘায় ১৫২ পিচ ইয়াবা উদ্ধার গ্রেপ্তার -২
বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা সীমান্ত এলাকা থেকে ১৫২ পিচ ইয়াবা উদ্ধার সহ রাকিব এবং সোহান নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২০-জানুয়ারী) দিবাগত রাতে কেশবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আসামীদের রাজশাহী জেল হাজতে পাঠানো হয়।
বাঘা থানার পুলিশ জানান, ২০ জানুয়ারী শুক্রবার রাত ১০ টার ১৫২ পিচ ইয়াবা নিয়ে আসামীরা বাঘা বাসটার্মিনালে আসছিল উপজেলার পাকুড়িয়া ইইপির আলাইপুর গ্রামের দোস্তল মিয়ার ছেলে রাকিব (২৯) এবং আব্দুল আলীর ছেলে সোহান (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ একটি দল কেশবপুর ইদুর মোড়ের পাকা রাস্তায় অবস্থান নেয়। অত:পর একটি ভ্যান যোগে দুই মাদক ব্যাবসায়ী ঘটনা স্থলে পৌছালে ১৫২ পিচ ইয়াবা উদ্ধারসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আসামী দু’জনের নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়।