বাঘায় ১০টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ১০টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বাঘা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিক ভাবে তালিকা ভূক্ত হতদরিদ্র ১০ টি পরিবারের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন। বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ,কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান ও বাঘা উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম।
বাঘা উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, নারীদের সাবলম্বী করার লক্ষে এডিপি অর্থায়নে বাঘা উপজেলার ১০টি হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।