বাঘায় হেরোইন উদ্ধার একজন গ্রেপ্তার
বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা সীমান্ত এলাকা থেকে ৬ গ্রাম হেরোইন সহ শিমুল শীল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার(১৪ জানুয়ারী) দিবাগত রাতে একটি আম বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার সীমান্ত এলাকা কিশোরপুর থেকে ৬ গ্রাম হেরোইন নিয়ে বাঘা সদরে আসছিল শিমুল শীল (২২) নামে এক যুবক । এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ নারায়ণপুর এলাকার কৃষ্ণ কাউন্সিলরের আম বাগান থেকে তাকে গ্রেপ্তার করেন । আসামী শিমুল এর বাড়ি উপজেলার চকনারায়নপুর গ্রামে। তার পিতার নাম মৃত শিবেন শীল বলে জানা গেছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, উদ্ধারকৃত হেরোইনের দাম প্রায় ২০ হাজার টাকা। রবিবার সকালে শিমুল শীল এর নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।