খবরশিক্ষা

বাঘায় শোভাযাত্রা ও আলোচনায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারী ) সকাল ১১ টায় বাংলা ইশারা ভাষার প্রচলন , বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিটি বাঘার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনায় সভায় মিলিত হয়।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার নাফিজ শরিফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা মুনসুর রহমান, বাক ও শ্রবন এবং বাঘা বুদ্ধি ও অটিস্টক প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠাটা পরিচালক সাইফুল ইসলাম,বাঘা বুদ্ধি ও অটিস্টক প্রতিবন্ধী বিদ্যালয় প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম,আহমোদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দী খাতুন, তেঁথুলিয় বুদ্ধি প্রতিবন্দী বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আসলাম আলী মিলন প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *