খবরসারাদেশ

বাঘায় ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:  রাজশাহীর বাঘায় সারা দেশের মত প্রথম প্রহরেরাত ১২ টা ১ মিনিটে শহীদ দিবস আন্তজার্তিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধাজানিয়ে বাঘা কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮ টায় ২১ শে ফেব্রুয়ারী উপজেল াশহীদ মিনার বটমূল চত্বরে শহীদ ও আন্তর্জাতিক মাত ৃভাষা দিবস উপলক্ষে নির্বাহী অফিসার শারমিন আখতার সভাপত্বিতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যডঃ লায়েব উদ্দীন লাভলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা পৌর মেয়র আক্কআছ আলী, বাঘা উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। পরে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সুন্দর হাতের লিখা, চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরওউপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা-কর্মচারী বৃন্দ,বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক কর্মচারী বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, অনুষ্ঠান শেষে সভাপতি নির্বাহী অফিসার শারমিন আখতার স্মার্ট বাংলাদেশ গড়ারপ্রত্যয়ে জয় বাংলা বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *