কৃষিরাজনীতিরাজশাহী

বাঘায় বাজুবাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন

বাঘা(রাজশাহী)প্রতিনিধি : দলকে সু-সংগঠিত ও গতিশীল করার লক্ষে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে আবু সাঈদকে আহবায়ক এবং শাকিল মাহামুদ ও আতিক হাসানকে যুগ্ন আহবায়ক করা হয়। বুধবার(৬-সেপ্টেম্বর) বিকেলে দলের উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।

বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব এর সঞ্চালনা ও উপজেলা সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রান্টু হোসেন, ফরিদ উদ্দিন, সুইট ইসলাম, সাগর ইসলাম, আসাদ আলী, রাজিব হোসেন, আশিক হাসান, মাইনুল ইসলাম, রাজা আহাম্মেদ ,মাসদ রানা ও মুন্নি বেগম।

এই কমিটি ঘোষনার পূর্বে উপজেলা সভাপতি নাজমুল হোসেন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা আজকে যে কমিটির নাম ঘোষনা করলাম তাতে ১ নং বাজুবাঘা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে নেতা বাছায় করেছি। আপনারা আগামি ২০ কার্য দিবেসের মধ্যে প্রতিটা ওয়ার্ড কমিটি গঠন সম্পন্য করবেন। এরপর একটি দিন চুড়ান্ত করে আমরা চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে প্রধান অতিথি করে সম্মেলনের মাধ্যমে বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবো।

তিনি বলেন, এমনি ভাবে পর্যায় ক্রমে আমরা আগামী জাতীয় সাংসদ নির্বাচনের আগে উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের মাধ্যমে প্রমান করবো বাঘায় স্বেচ্ছাসেবকলীগ একটি সু-শৃঙ্খল ও শক্তিশালী সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *