খবররাজশাহীলীড

বাঘায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার বেঙ্গাগাড়ী নদীর পানিতে ডুবে নেয়াজুল ইসলাম নাসিব সাড়ে (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে৭ টার দিকে উপজেলার বেঙ্গাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাগাড়ী গ্রামের তাজুজিল ইসলাম নাহিদের এক মাত্র ছেলে।
নিহতেন স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার বেঙ্গাগাড়ী গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তাজুজিল ইসলাম নাহিদ স্ত্রী শিশু নেয়াজুল ইসলাম নাসিবকে ঘরের ভেতরে রেখে সংসারের কাজে ব্যস্থ ছিলেন। হঠাৎ শিশু নেয়াজুল ইসলাস নাসিবকে ঘরের ভেতর দেখতে না পেয়ে বসতঘরের চারপাশে খোঁজাখুঁজি শরু করে পরিবারের লোকজন আধাঘন্টা পরে বাড়ির সামনে ঘাটে বেঙ্গাগাড়ী নদীর পানিতে ডুবে গিয়ে পাশে পাট জাগের সাথে আটকে থাকতে দেখতে পায়। পরে এলাকার লোকজন শিশু নেয়াজুল ইসলাম নাসিবকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্যে ভর্তি করেন। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্যে র্কমরর্ত চিকিৎসক রাকিব হোসেন শিশু নাইজুল ইনলাম নাসিবকে মৃত ঘোষণা করেন। বিকাল সাড়ে ৫ টায় চাঁদপুর গোরস্থানে শিশুর লাশ দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *