খবরধর্ম

বাঘায় পবিত্র ওরশ মাহফিলে বাউল সাধক শফি মন্ডল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম (ভান্ডারী ভাব নগর) এলাকার ভান্ডারী দরবার শরীফে পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত শাহ্ সূফী গাউছুল আজম মাওলানা বাবাজান কামাল-ডা.নুরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ) খেলাফত দিবস উপলক্ষে মঙ্গল বার (১৪-মার্চ-২০২৩ ইং রাতে ২৫ তম বার্ষিকী পবিত্র উরশ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রভাষক আব্দুল হানিফ মিঞার সঞ্চালনায় আয়োজিত ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন ডা.নুরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ)।
বাদ এশা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমানান শফি। তাশরিফ পেশ করেন বাংলাদেশ বাউল ও লোক সংস্কৃতির সভাপতি,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল সাধক, গুরু এসএম শফি মন্ডল।
উপস্থিত ছিলেন, জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন অঞ্চল সহ এলাকার আশেকান, তরিকান, জাকেরান ভক্ত বৃন্দ।
সকালে পবিত্র কুরআন তেলায়াত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপি ওরশ মাহফিল অনুষ্ঠান শুরু করা হয়। পরে ফতেহা শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনিগ্রাম সুরতরঙ্গ বিদ্যানিকেতনের আয়োজনে ভাব গম্ভীর পরিবেশে শ্যামা কাওয়ালী, গজল ও ভান্ডারীশান পরিবেশন করেন সংগীত শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *