অপরাধখবর

বাঘায় পদ্মার চরে সিঁধ কেটে ৫ লক্ষ টাকা চুরি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পদ্মার চরে জায়েদ আলী ব্যাপারি নামের এক ভূট্টা ব্যাসয়ায়ীর ঘরের সিঁধ কেটে ৫ লক্ষ টাকা চুরি হয়েছে। ঈদের আগের দিন শুক্রবার (২২ এপ্রিল) রাতে পদ্মার চরের মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে এই চুরির ঘটনা ঘটেছে।


জানা যায়, জায়েদ আলী ব্যাপারি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোকামে ভূট্টা বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসেন। রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। এ সময় কে বা কারা এক এক করে তিনস্থানে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। তার ঘরের ড্রামের মধ্যে রাখা ৫ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক জায়েদ আলী ব্যাপারি বলেন, আমি মানুষের কাছে থেকে ধারদেনা করে ভূট্টার ব্যবসা করি। মোকামে ভূট্টা বিক্রি করা টাকা ঘরে মধ্যে ড্রামের মধ্যে রাখা িিছল। ড্রামসহ চোরের সিঁধ কেটে নিয়ে যায়। ধারদেনা করা টাকা কিভাবে পরিশোধ করবো, আমার কাছে ১০টি টাকাও নেই, ছেলে-মেয়ে নিয়ে কিভাবে ঈদ করবো এভাবে কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার বলেন, এর আগেও এই চরে একাধিকবার একইভাবে চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনকে অবগত করা হলেও চোরকে চিহৃত করতে পারছেনা।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *