বাঘায় নিখোঁজের ৮ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় নিখোঁজের ৮ দিন পর শিশু ঈশা খাতুনের (৫) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টার আড়ানী রেল স্টেশন এলাকার একটি গম খেত থেকে এই লাশ উদ্ধার করা হয়। শিশু ঈশা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার রেলস্টেশন সংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকালে আড়ানী আখক্রয় কেন্দ্রের পেছনে পেঁয়াজের খেত দেখতে যান নুরনগর গ্রামের কৃষক শামিম হোসেন। এ সময় পাশে গম খেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের জানালে পরিবারের লোকজন খবর পেয়ে ঈশার লাশ চিহৃত করে পুলিশকে জনালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
উল্লেখ্য ২ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে আড়ানী রেলস্টেশন সংলগ্ন বাড়ির পাশে রাস্তার ধারে মা চম্পা বেগম ভাপা পিঠা বিক্রির দোকানে যায় শিশু ঈশাকে সাথে করে। সেখান থেকে সে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে তার বাবা ইউসুফ আলী বাদি হয়ে ৩ ফেব্রুয়ারী বাঘা থানায় একটি সাধারণ ডায়েরীর করেন। এরপর ৫ ফেব্রুয়ারী বাঘা থানায় অজ্ঞাত আসামী করে অপহরণ মামলা দায়ের করেন তার পিতা। সর্বশেষ বৃহস্পতিবার একটি গম ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করে সন্ধ্যার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার মুখ দেখে চেনা যাচ্ছিল না। তবে তার পোশাক দেখে লাশ চিহৃত করা হয়েছে। পোষ্ট মর্টাম রিপোট এলে প্রকৃত রহস্য জানা যাবে।