খবররাজশাহী

বাঘায় তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার ! স্বামী পলাতক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ৩ কন্যা সন্তানের জননী তরিনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্বামী রাজদুল ইসলাম পলাতক রয়েছে। রোববার (৫ মার্চ) সকাল ১১টার নিজ বাড়ি থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। তরিনা বেগম (৪০) বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের রাজদুল ইসলামের স্ত্রী।
জানা যায়, তরিনা বেগমের স্বামী মাদক ও জুয়া আসক্ত। বিভিন্নভাবে বুঝিয়ে তাকে মাদক ও জুয়া খেলা থেকে সরিয়ে আনা সম্ভব হয়নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝড়গা হয়। রাজদুল ইসলাম ৪ হাজার টাকা বাঁকি নেয় এক দোকানে। দোকানদার টাকার জন্য চাপ দেয়। বাড়িতে এসে স্ত্রীর কাছে টাকা চায়। এ টাকা দিতে না পারায় অকথ্যভাষায় গালিগালাজ করে। এই গালিগালাজ সহ্য করতে না পেরে ঘরের বারান্দার ডাবের সাথে রশি দিয়ে আতœহত্যা করেছে। তবে পুলিশের ধারণা এই মৃত্যু রহস্যজনক। তারপর থেকে স্বামী পলাতক রয়েছে। বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখি বারান্দায় লাশ ঝুলছে। পরে বাঘা থানায় খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে। বাঘা থানার তদন্ত ওসি আবদুল করিম বলেন, ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। তারিনার স্বামী রাজদার পলাতক রয়েছে। ৩০৬ ধারায় একটি মামলা করা হয়েছে। #

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *