বাঘায় ড্রেন নির্মানের ঢালাইয়ের দুইদিন পর স্ল্যাবে ফাটল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা পৌরসভার ড্রেন নির্মানের ঢালাইয়ের দুইদিন পর স্ল্যাবে ফাটল দেখা দিয়েছে। রোববার সকালে এ ফাটল দেখা দেয়।
জানা যায়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের আওতায় ৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বাঘা পৌরসভার পানি সরবরাহ এবং স্যানিটেশন প্রকল্পের ড্রেন নির্মাণ করা হচ্ছে। বাঘা বঙ্গবন্ধু চত্বর থেকে বাঘা বাজারের পূর্ব বটতলা পর্যন্ত ১ হাজার ৭৮৪ মিটার ড্রেন নির্মাণের কাজ করছেন খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। জিওবি, বিশ্বব্যাংক, এআইআইবির অর্থায়নে কাজ বাস্তবায়ন করছেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি শুরু হয়। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২৯ ডিসেম্বর। কিন্তু ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক কাজ হয়নি।
সরেজমিনে দেখা জানা যায়, ড্রেনের উপরে স্ল্যাবে ঢালাই দেয়া হয় রবিবার। দুইদিন পর অধিকাংশ যায়গায় ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন।
এ বিষয়ে বাঘা পৌরসভার প্রকৌশলী মুকুল হোসেন বলেন, সঠিকভাবে ড্রেন নির্মানের জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। কি কারনে ড্রেনের স্ল্যাবে ফাটল ধরেছে, এই মুহুর্তে বলতে পারছিনা। সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।
বাঘা পৌর মেয়র আক্কাছ আলী বলেন, ঠিকাদারকে সিডিউল মোতাবেক ড্রেনের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কাজের মান খারাপ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো।