বাঘায় ট্রাক-মাইক্রোর সংঘর্ষে আহত ৪
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ট্রাক ও মাইক্রোর সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৪টায় বাঘা-চারঘাট মহাসড়কের ছাতারী ব্যাক অফিসের পাশে জমসেদ আলীর বাড়ির সামনে এই দূর্ঘটনা ঘটেছে।
জানা যায়, বাঘা পৌরসভার নারাযনপুর গ্রামের শাহিন আলম জনির স্ত্রী সুমি আখতারী (৩০), ছেলে সিজান মাহমুদ (৮), ভাই আবুস সাইদ (২৩) রাজশাহী শহর থেকে ডাক্তার দেখিয়ে ঢাকা মেট্রা গ-১৫৮৪৩৮ নম্বরের ভাড়াটিয়া মাইক্রো নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় তারা বাঘা-চারঘাট মহাসড়কের ছাতারী ব্যাক অফিসের পাশে জমসেদ আলীর বাড়ির সামনে পৌছলে আমের ক্যারেট বোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রো চালক দিপু রায় (৩০) বাঘা জিরোপয়েন্টের উত্তর মিলিকবাঘা গ্রামের দিলিপ রায়ের ছেলেসহ সবাই আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ রেজা বলেন, মাইক্রো চালকের মাথা আঘাত, বাম হাত কব্জি ও ডান পায়ের হাটুর হাড় ভেঙে গেছে। সুমি খাতুনের শরীরে জখম ও মুখের নীচের পাটির একটি দাঁত ভেঙে গেছে। অন্যদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এদের মধ্যে চালক দিপু রায়ের অবস্থা আশংকাজনক।
এ বিষয়ে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রাক ও মাইক্রো উদ্ধার করা হচ্ছে। ঢাকা মেট্রো ট-২৪-৮৪০১ নম্বর ট্রাক চালক পলাতক রয়েছে।