বাঘায় খামারে অগ্নিকান্ডে গরু-ছাগলের মৃত্যু: নিস্ব খামারী
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় খামারে অগ্নিকান্ডে ৫টি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) রাত ২টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মৃত মোজাম হোসেনের ছেলে আবুল হোসেনের গরুর খামারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে খামার মালিক দাবি করেন।
জানা যায়, উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে আবুল হোসেন রাতের খাবার খেয়ে গরুর খামারে কয়েল জালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে অগ্নিকান্ড হয়। এই অগ্নিকান্ডে খামারে রাখা দুটি গাভী, দুটি এড়ে ও একটি বাচুর, একটি ছাগল পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রন করা হয়। কিন্তুর এরমধ্যেই গরু ও ছাগল পুড়ে যায়।
এ বিষয়ে গরুর খামারের মালিক আবুল হোসেন বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে খামারে রাখা সব গরু ও ছাগল মরে গেছে। আমি স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার দিয়েছিলাম। খামারের দুটি গাভী প্রতিদিন ১৫ কেজি করে দুধ দেয়। এই দুধ বিক্রি করে এনজিও ঋণ পরিশোধ করছি। আমার সর্বশান্ত হয়ে গেল। এখন আমি কি করবো কিছু বুঝতে পারছিনা।
আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমার বাড়ির পাশে আবুল হোসেনের গরুর খামার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।