বাঘায় কৃষকের গরু চুরি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘাতে বেড়েছে গরু চুরির ঘটনা। এক রাতেই স্থানীয় আব্দুল মজিদ মন্ডল নামের এক কৃষকের গোয়াল ঘরের ১টি হালের বলদ গরু চুরি হয়েছে। বুধবার রাতে বাঘা উপজেলার বাঘা পৌরসভার ৯নং ওয়ার্ডের মুশিদপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ১৫ মার্চ বুধবার রাত দুইটার দিকে মৃত মকছেদ মন্ডলের ছেলে কৃষক আব্দুল মজিদ মন্ডলের গোয়াল ঘর থেকে ১টি হালের বলদ গরু চুরি হয়। গরুটির আনুমানিক দাম ১ লক্ষ ৫০ টাকা।
এদিন রাতে টের পেয়ে কৃষক ঘুুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার দুইটি গরু মধ্যে ১টি গরু নেই। তাৎক্ষণিক এলাকায় মসজিদের মাইকিং করে চুরির ঘটনা জানালে গ্রামবাসী চোরের দলকে ধাওয়া করে কিন্তু চোরের সন্ধান পায়নি।
ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদ মন্ডল বলেন, প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘর থেকে আমার দুইটি গরু মধ্যে ১টি চুরি করে নিয়ে যায়। গরুটি মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকার গরুটি হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবো সেই চিন্তায় আছি।
বাঘা পৌসেভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন জানান, পৌর এলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে গরু চুরির ঘটনা। বুধবার রাতে মুশিদপুর গ্রামের কৃষক আব্দুল মজিদ মন্ডলের ১টি হালের বলদ গরু চুরি হয়ে গেছে। রাতেই বাঘা থানার পুলিশ কে গরু চুরির ঘটনাটি জানানো হয়। রাতেই পুলিশ এসে তদন্ত করেছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, মুশিদপুর গ্রামে এক কৃষকের গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। অভিযোগ দিল আইনগত ব্যবস্থা নেওয়া হবে।