বাঘায় ওয়াই-ফাই লাইনের সংযোগকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
বাঘা (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর বাঘায় ইন্টারনেটের ওয়াই-ফাই লাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে আতিকুর রহমান পিন্টুনামের এক যুবককে ধারালো দেশিও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলার মনিগ্রামের তুলসিপুর মাদ্রাসা এলাকায় বুধবার (২৮মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। আতিকুর রহমান পিন্টু বাঘা পৌর সভার ছাতারী গ্রামের সাবেক মেম্বার আবদুল মজিদের ছেলে। এ বিষয়ে বাঘা থানায় বুধবার একটি মামলা হয়েছে। তবে আসামী গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা যায়,ওয়াই-ফাই ওডিস লাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে ও আধিপত্য বিস্তার নিয়ে মনিগ্রাম ইউনিয়ন মেম্বার মুকুল হোসেন ও একই এলাকার আফাজ উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। বুধবার আফাজ উদ্দিনের পাটনার আতিকুর রহমান পিন্টু ওয়াই-ফাইলাইনের তার দিয়ে মনিগ্রাম তুলসিপুর গ্রামের রাজিব হোসেনের বাড়িতে সংযোগ দিচ্ছিলেন। এ সময় মনিগ্রাম ইউনিয়ন মেম্বার মুকুল হোসেনসহ৬-৭ জনেরএকটি দলসংযোগ দেওয়া অবস্থায় লোহার রড় ও ধারালো দেশিও অস্ত্রদিয়ে আতিকুর রহমান পিন্টুকে কুপিয়ে ও পিটিয়ে জখম করাহয়েছে। আতিকুর রহমান পিন্টু আতœভয়ে পাশে এক বাড়িতে আশ্রয় নিয়ে ৯৯৯ ফোন দিলে বাঘা থানার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করে।
এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ওয়াই-ফাই ও ডিসলাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে মেম্বার মুকুল হোসেন ও আফাজ উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেগত ৭ মার্চ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছিল। শুনেছি আবার ও মারামারি হয়েছে।
বাঘা থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে।