বাঘায় ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু রেখা মৃত্যু
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পদ্মায় গোসল করতে গিয়ে শিশুকন্যা রেখা খাতুনের (৮) ২২ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের রায়টা এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর চরে নানা নাজিম উদ্দিনের বাড়িতেশিশু কন্যা রেখা তার মা ফেরদৌসী খাতুনের সাথে ঈদ উপলক্ষে বেড়াতে আসে। সোমাবার (২৪ এপ্রিল) দুপুরে ভাই বোনদের সাথে চকরাজাপুর পদ্মা নদীর ঘাটে রেখাসহ ৪ জন গোসল করতে নামে। কিছুক্ষণ পর রেখা পানিতে ডুবে যায়। বিষয়টি নানা বাড়িতে জানানোর পর নৌকা ও জাল দিয়ে খোঁজখুজি করে তাকে পাওয়া যায়নি।
নিখোঁজের ২২ ঘন্টা পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদীতে স্থানীয়রা লাশ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজনকে খবর দিলে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন রেখার নানা নাজিম উদ্দিন। রেখা খাতুন নাটোরের লালপুর উপজেলার বিলবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক আলীর মেয়ে।
চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার বলেন, পরিবারের লোকজন খবর পেয়ে ভাসমান অবস্থায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাড়িতে এনে দুপুরে দাফনের কাজ সম্পন্ন করেছেন।