বাঘায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাঘায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর বাঘা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহসপতিবার (৩০মার্চ) ব্যাংকটির শাখা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এফএভিপি ও শাখা প্রধান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম। ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ সম্পর্কে আলোচনা করেন রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ এইচ এম শহীদুূল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, অধ্যক্ষ আব্দুর রব,আব্দুল হামিদসহ গ্রাহক ও ব্যাংকটির অফিসার ও কর্মচারিগন। এদিকে ইফতারে বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমন্ত্রিত অতিথিদের অনেকেই।
মোবাঃ-০১৭১৩-৭০৭৪৪৩