বাঘায় আধুনিক পদ্ধতিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদে শীর্ষক মাঠদিবস অনুষ্ঠিত
বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী চিনি কলের অধীনে আধুনিক পদ্ধতিতে লাভজন কভাবে আখের সাথে সাথী ফসল চাষবাদে শীষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন )সকাল সাড়ে ১১ টায় বাঘা উপজেলার আড়ানী ইক্ষু সাবজোন এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
আখের সাথে সাথী ফসল হিসাবে ডাল,মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে পাবনার ঈশ্বরদীর সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটের আয়োজনে মাঠ দিবস অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক (বিএসআরআই) ড. আবু তাহের সোহেল।
অনুষ্টানে স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঈশ্বরদীর (বিএসআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ ইনস্টিটিউটের (বিএসআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান কীটতত্ত্ব বিভাগ ড. আতাউর রহমান, রাজশাহী সুগার মিল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, রাজশাহী সুগার মিল লিঃ এর জেনারেল ম্যানেজার(কৃষি) মাকসুদা পারভীন, ডেপুটি জেলারেল ম্যানেজার নজরুল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা নাজনীন আক্তার, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ। আড়ানী সাব জোন অফিসের অধীনে ৮০ জন চাষী এই মাঠদিবস অনুষ্টানে অংশ গ্রহণকরে।