বাঘায় আগুনে পুড়ে নি:স্ব হলেন মুন্টু
বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ইসমত আলী মুন্টু নামে এক ব্যাক্তির বাড়িতে আকষ্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার শয়ন কক্ষ-সহ বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে। একই সাথে আগুনের লেলিহান শিখায় মারা গেছে দু’টি গবাদিপশু। সোমবার(১০ এপ্রিল)বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার দিঘা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয় লোকজন জানান, সোমবার বিকেলে রান্না ঘরের চুলা থেকে আকষ্মিক ভাবে আগুন লাগে মন্টুর বাড়িতে। এ সময় গ্রামের লোকজন চারিদিক থেকে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার এক পর্যায় মারা যায় তার দুটি গবাদিপশু । একই সাথে তার শয়ন কক্ষ সহ বাড়ির তিনটি ঘর এবং নগদ ৪৫ হাজার টাকা ও বাড়ির সমস্থ জিনিষ পত্র পুড়ে পুরোপুরি নিঃস্ব হন তিনি । খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে বাউসা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান জানান, আমি মোবাইলে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ছিলাম । মন্টু এখন নি:স্ব । সে বাকরুদ্দ হয়ে পড়েছে। তার মুখ দিয়ে ঠিকমত কথা বের হচ্ছেনা । তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন বলে জানান।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, আমাকে ঐ এলাকার চেয়ারম্যান বিষয়টি অবগত করেছে। আমি ঘটনা স্থলে যাবো। সরকারি ভাবে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিকে যতটা আর্থিক সহায়তা দেয়া যাই সে বিষয়ে চেষ্টা করবো।