খবরলীডসারাদেশ

বাঘায় অজ্ঞাত মানুষিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর বাঘায় অজ্ঞাত ৩৮ বছর বয়সের মানষিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তান প্রসব করেছে। সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৩ টায় নবজাতক শিশুকে রাজশাহী আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১১ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন নারী এই কন্যা সন্তান প্রসব করে।
জানা যায়, বাঘা শাহদৌলা সরকারি কলেজের উত্তর দিকের আমগাছের নিচে ওই নারীবসে থাকতে দেখেন স্থানীয় সাবিনা খাতুন নামের এক গৃহবধু। পরে বাঘা বাজারের তুহিন আহম্মেদের বাড়ির গেটের সামনে ওই নারী সন্তান প্রসব যন্ত্রনায় কাতরানো দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর একটি কন্যা সন্তান প্রসব করে।
এ বিষয়ে সাবিনা খাতুন বলেন,প্রসব যন্ত্রনা দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েযায়। জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা পরীক্ষার পর প্রসব যন্ত্রনা বুঝতে পেরে ডেলিভারি রুমে পাঠায়। সেখানে দায়িত্বরত নার্সের তত্বাবধানে একটি কন্যা সন্তান প্রসব করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ বলেন, অজ্ঞাত পরিচয়ে ভর্তি হওয়া ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না। বিষয়টি থানায় অবগত করা হয়েছে।তবে মা-সন্তান সুস্থ আছে।
সোমবার(১২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়,নিঃসন্তান দম্পত্তি অনেকে নবজাতক শিশুকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু শিশুর মাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি কেউ। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া শেফালি খাতুন শিশু ও তার মাকে নিয়ে লালনপালন করতে আগ্রহ প্রকাশ করেন।
এবিষয়ে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, ওই নারী বিষয়ে কোন খোঁজ নিয়ে পাওয়া যায়নি। শিশুর মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় শিশুকে রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে শিশুকে ছোটমনি নিবাসে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *