খবরখেলালীড

বাইসাইকেল চালিয়ে এসে ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বাইসাইকেল চালিয়ে এসে ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চকসিংগা গ্রামের নিজবাড়ি থেকে আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয় মাঠ দেড় কি.মি উত্তর দিকে। নিজ বাড়ি থেকে একটি বাইসাইকেল চালিয়ে আসেন মাঠে।
স্থানীয় যুবলীগ নেতারা ’ভাষা শহীদ’ ফুটবল টূর্নামেন্টের আয়োজন করেন। এই খেলার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে স্বাগতিক আড়ানী ফুটবল একাদশ ও তেথুলিয়া ফুটবল একাদশ। নির্ধারিত খেলায় ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে ১০টি করে সুযোগ দেওয়ার পর ৫-৫ গোলে ড্র হয়। উভয় দলের গোল সমান হওয়ায় খেলার সমতা আসেনি। এ দুটি দলের পরবর্তিতে আবার খেলা অনুষ্টিত হবে বলে আয়োজক কামরুজ্জামন নিপন ও কামরুল হাসান জুয়েল নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *