খবরলীডসারাদেশ

পশ্চিম রেলের জিএমের গালে চপটাঘাত করলেন নারী যাত্রী

রাজশাহী প্রতিনিধি :-পশ্চিমাঞ্চল রেলের মহা ব্যবস্থাপকের ট্রেন চেকিং বহরের আচরনে ক্ষিপ্ত হয়ে খোদ মহাব্যবস্থাক(জিএম) অসীম কুমার তালুকদার তালুকদারের গালে কষে চাড় মেরেছেন ঐ ট্রেনের একটা নারী যাত্রী।
ঘটনাটি ঘটে ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী-ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন
 ঐ নারী যাত্রী পাবনা চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হামিদের মেয়ে বলে জানা গেছে।
 ঐ নারী যাত্রীর বরাত দিয়ে তার ভাই মিজানুর রহমান বলেন,তিনিও ঐ ট্রেন যোগে চাটমোহর যাচ্ছিলেন।ট্রেন চেকিং কর্তাদের রূঢ় আচরণ ও অশ্লীল ভাষার জন্য জিএমকে ধাক্কা দেয়া হয়েছ।
জিএমের বহরের প্রতি যাত্রীদের সাথে অসাদাচরন, পকেট হাত ভরে সিগারেট বের করা, পরিবারের সদস্যদের সামনে লাঞ্ছিত করা, শরিরে হাদিয়ে ধক্কা দেয়া,লাগেজ ফেলেদেয়াসহ নানা অভিযোগ যাত্রীদের।
তবে,রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলছেন অন্যকথা। তিনি বলেন, চপটাঘাতের বিষয়টি এড়িয়ে গেলেও ধাক্কার বিষয়টি স্বীকার করে  বলেন, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা এক্মপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন ওই নারীসহ তার ভাই মিজানুর রহমান। তাদের আচরণ ছিল খুবই অধত্যপূর্ণ। তারা দুজন মিলে নাটোরের আব্দুলপুর পর্যন্ত টিকিট কাটেন। কিন্তু নামতে চান পাবনার চাটমোহরে স্টেশনে।
সেই হিসেবে জরিমানাসহ দুজনের টিকিটের দাম আসে ২৯০ টাকা। এটাকা রেলওয়ে কর্মকর্তারা আদায় করতে চাইলে ওই নারী ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ওই নারী এবং তার সঙ্গে থাকা রাজশাহী জুটমিলে কর্মকর্তা পরিচয় দানকারী মিজানুর রহমান তার ওপর চড়াও হন এবং ধাক্কা দেন। এসময় রেলের নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসলে পরিস্থিতি স্বাবাভিক হয়। তবে তিনি
চপটাঘাতের বিষয়টি এড়িয়ে যান।
তিনি আরো বলেন, আব্দুল হামিদ পরে ফোন করে করে আমার কাছে ক্ষমা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *