খবররাজশাহী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর রেলবন্দর ৬দিন বন্ধ থাকবে 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬দিন বন্ধ থাকবে। আগামী ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানী বন্ধ থাকছে বলে রহনপুর রেলওয়ে ষ্টেশন সূত্র নিশ্চিত করেছেন ।
সূত্রে জানা গেছে, দু’দেশের রেল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ রুটে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। একইসঙ্গে নেপাল ও ভুটানে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে । আগামী ২৪ এপ্রিল পুনরায় এ রুট দিয়ে শুরু হবে আমদানি ও রপ্তানি।
রহনপুর রেলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা জানান ,ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর রেলবন্দর বন্ধ রয়েছে। তাঁরা বলেন প্রতিদিন এ রুটে ভারতীয় শেষ ষ্টেশন সিঙ্গাবাদ হয়ে একটি র‌্যাকে ৪২ ওয়াগন পণ্য নিয়ে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে এসে পৌঁছে। পরে খালাসের জন্য গন্তব্যস্থল দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। পাথর,গম,ভুট্টাসহ অন্যান্য পণ্য এ রুট দিয়ে আমদানী হয়ে থাকে বলে তাঁরা জানান।
রহনপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার-২ মামুনুর রশিদ বলেন, ঈদকে সামনে রেখে বাংলাদেশ-ভারত দু-দেশের রেলবিভাগ এ রুট দিয়ে আমদানি ও রপ্তানি ৬দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এছাড়া বাংলাদেশে পণ্য খালাস হওয়ার ভারতীয় ৪২টি যুক্ত ওয়াগন প্রতিদিন এ রুট দিয়ে ফেরত যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। আগামী ২৪ এপ্রিল থেকে এই রুটে যথারীতি আগের নিয়মে পণ্য আমদানি ও রপ্তানি চালু থাকবে বলে তিনি বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *