পদ্মায় বরশিতে ধরা পড়েছে ৮ কেজি রুই মাছ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ রাজশাহীর পদ্মানদীতে ৮ কেজি ওজনের রুইমাছ শিকার করেছেন শিক্ষক আবু সাঈদ বিটেন। শনিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সরদহ ক্যাডেট কলেজ এলাকায় পদ্মা নদীতে বরশিতে এই ধরা পড়েছে । তিনি বাঘা উপজেলার তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের রসহকারি শিক্ষক, বাজুবাঘা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও তেপুকুরিয়া গ্রামেরবাসিন্দা।
জানা যায়, আবু সাঈদ বিটেন ও তার চাচাতো ভাই কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক রাশিদুল ইসলাম রিন্টু মিলে শখের বসে বরশিনিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে যান। সেখানে সকাল সাড়ে ১১টার দিকে ৮ কেজি ওজনের একটি রুইমাছ বরশিতে ধরা পড়ে। রুইমাছটি ধরা পরে খুশি হয়ে বাড়ি চলে আসেন।
এ বিষয়ে প্রভাষক রাশিদুল ইসলাম রিন্টু জানান, পদ্মা নদীতে মাছধরতে গেলে কম বেশি মাছ পাওয়া যায়। তবে কোন কোন সময়ে বড় মাছ ধরা পড়লে দেখার জন্য অনেকেই ভিড় করতে দেখা যায়। রুই মাছটির বাজার মূল্য ১০ হাজার টাকা বলে জানান তিনি। মাছটি তারা খাবার জন্য ভাগ করে নিয়েছেন। পদ্মা নদীতে পাওয়া মাছটিনিয়ে বাড়ি আসলে এলাকার লোকজন দেখতে আসেন।