নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে মহানগরীতে জেলা আওয়ামীলীগের পথসভা
আগামী ২১ জুন, ২০২৩ খ্রি. তারিখ আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন-কে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে আজ সোমবার বিকাল ৫.৩০টায় চন্ডিপুুর, ভাটাপাড়া, শ্রীরামপুর এলাকায় গণসংযোগ করা হয়। সন্ধ্যা ৬টায় মহানগর ক্লিনিক এলাকায় নির্বাচন কমিশন কার্যালয়ের পাশের্^ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সভাপতিত্ব করেন ০৭ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহেল রানা ডলার। অতঃপর রাত ৮.৩০টায় নিউ মার্কেটে গণসংযোগ করেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
পথসভা শেষে তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, রাজশাহীতে কর্মসংস্থানের ব্যবস্থা হতে গিয়েও হলো না। এর কারণ গত পাঁচ বছরের মধ্যে করোনার জন্য মাত্র দুই বছর কাজ করা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সিডিসির মাধ্যমে প্রান্তিক নারীদের জীবন মান উন্নয়ন করা সম্ভব হয়েছে। রাস্তাগুলো সুন্দর হওয়ার কারণেও অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগামীতে আরও হবে। যদি আগামী ২১ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা ভোট দিয়ে সেই সুযোগ করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীরামপুর মহল্লা কমিটির আহ্বায়ক দুলাল শেখ, চন্ডিপুর মহল্লা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন, ভাটাপাড়া মহল্লা কমিটির আহ্বায়ক আশরাফ আলী বাবু।