অপরাধখবররাজশাহী

নৌকাসহ ভারতীয় চাল,চিনি, কীটনাশক জব্দ

রাজশাহী প্রতিনিধি :- রাজশাহীর পদ্মা নদীপথে নৌকায় ভারত থেকে অবৈধ চিনি, চাল ও কীটনাশক (বিষ) চোরাই পথে দেশে ঢুকানোর সময় নৌকাসহ সেগুলো জব্দ করেছে রাজশাহীর বাঘার আলাইপুর সীমান্তের বিজিবি সদস্যরা।
শুক্রবার (২০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা
 ৭ টায় উপজেলার চরাঞ্চলের মানিকের চর এলাকা থেকে নৌকাসহ চিনি, চাল ও কীটনাশক(বিষ) জব্দ করা হয়। তবে চোরাকারবারি কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৮৫ কেজি চিনি, ৩১২ কেজি চাউল ও ৫০০ এম এল এর ১৭ পিচ কীটনাশক (বিষ)’র কোটাসহ মালামাল বহন করা ১টি নৌকা। নৌকাসহ জব্দকৃত মালামালের মূল্য ধরা হয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ৪০৫ টাকা।
এ বিষয়ে আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, অসাধু চৌরাকারবারিরা সীমান্ত এলাকা দিয়ে নদীপথে নৌকায় ভারত থেকে অবৈধভাবে জব্দকৃত মালামালগুলো বস্তায় করে দেশে বিক্রির জন্য সীমান্ত দিয়ে আনছিল। বিজিবির টহলদল চরাঞ্চলের মানিকের চর এলাকায় পৌঁছামাত্র নৌকা ফেলে চোরাকারবারিরা পালিয়ে য়ায়। পরে সেগুলো জব্দ করা হয়। নৌকা বিজিবির হেফাজতে রেখে চিনি, চাল ও কীটনাশক(বিষ) কাস্টমস কার্যালয়ে পাঠানো হয়েছে। নৌকা বাদে জব্দকৃত মালামালগুলো ভারতের বলে নিশ্চিত করেছেন সুবেদার আবদুর রব।
উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজ সরকার এলাকার বাইরে থাকায় এ বিষযে কিছু বলতে পারেননি। তবে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার স্থানীয় রুহুল আমিন নৌকাসহ মালামালগুলো জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *